About us

বাংলার পথে-প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভৌতিক ঘটনা।
কবিতা, ছড়া ,ধাঁ-ধাঁ, এগুলোর মতো এই ভৌতিক ঘটনাগুলোও যেনো আমাদের লোক সংস্কৃতিরই অংশ।
আগের দিনে কুপির আলোয় বসে মুরুব্বিদের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা বিভিন্ন ভয়ের ঘটনা শুনে আমরা অনেকেই শিহরিত হতাম।
সেই দিন হারিয়ে যাবার সাথে সাথে সেই ঘটনাগুলোও যেনো হারিয়ে যেতে বসেছে।
বাংলা ভাষাভাষী হরর বিনোদনপ্রেমীদের জন্য আমাদের এই চ্যানেলের যাত্রা শুরু হয় ১০ জানুয়ারি ,২০২২ সালে।
হাঁটি হাঁটি পা পা করে খুবই অল্প সময়ের মধ্যে দেশ ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই চ্যানেলটি হরর বিনোদনের অন্যতম একটি প্লাটফর্ম হিসেবে গ্রহণযোগ্যতা পায়।
বর্তমানে বিশ্বের ১০০ টির উপরে দেশে থাকা বাংলা ভাষাভাষী মানুষ এই চ্যানেলের ঘটনাগুলো শুনে থাকেন।
এই চ্যানেলের শ্রোতারাই মূলত ভয়ের ঘটনাগুলো ইমেইল করে পাঠিয়ে থাকেন।
সেগুলো যাচাই-বাছাই করে প্রচারের জন্য মনোনীত হলে সেগুলো প্রচার করা হয়ে থাকে।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ১০.৫৯ টায়
Thursday Night শিরোনামে চ্যানেলের রেগুলার এপিসোড ইউটিউবে প্রচারিত হয়।

এছাড়া শুক্রবার অনিয়মিত শো হিসেবে রাত ১০.৫৯ টায় Friday Special Episode প্রচারিত হয়।

প্রতি শনিবার রাত ১০.৫৯ টায় Horror Night Episode প্রচারিত হয়।

এছাড়া রহস্য এবং রোমাঞ্চপ্রেমীদের জন্য প্রতি সোমবার অমীমাংসিত রহস্য শিরোনামে আরো একটি এপিসোড প্রচারিত হয়।

এই চ্যানেলের মাধ্যমে লিসেনারদের কাছে সত্য ভয়ের ঘটনা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করি। যদিওবা প্রচারিত ঘটনাগুলোর সত্যতা সম্পর্কে আমরা নিশ্চয়তা দিতে পারি না এবং আমরা সেই অকাট্য দাবিও করতে পারি না। কারণ ,ভয়ের ঘটনাগুলো প্রমাণ করা যায় না।
তাছাড়া আমরা বিশ্বাস করি আমাদের সম্মানিত লিসেনারগণ আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলোই পাঠান।

প্যারানরমাল বিষয় নিয়ে দেশি এবং আন্তর্জাতিক মানের কোনো গবেষণায় সহযোগিতা করতে আমরা চেষ্টা করি।
তবে কারো প্যারানরমাল সমস্যা সমাধানে আমরা কোনো ভূমিকা রাখি না এবং এই বিষয় নিয়ে কোনো সহায়তাও আমরা করি না।

ছড়িয়ে ছিটিয়ে থাকা সত্য ভয়ের ঘটনাগুলোকে আমাদের লোকসংস্কৃতির একটি অংশ হিসেবে তুলে ধরাই আমাদের চ্যানেলের অন্যতম লক্ষ্য।

চ্যানেলে প্রচারিত অধিকাংশ ঘটনায় ঘটনা সংগ্রহকারীর অনুরোধে এবং বাস্তবতার নিরিখে বিভিন্ন ছদ্মনাম ব্যাবহার করা হয়।
তাই উক্ত ঘটনায় উল্লিখিত নামের সাথে বাস্তবে কোনো নাম মিলে গেলে সেটা কাকতালীয় ব্যাপার।
তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়।
—————————————

more about us

এম. এম. রহমত উল্লাহ আফনান

Founder & Managing Director

শিক্ষাজীবনের একটি অংশ মাদ্রাসায় লেখাপড়া করার সুবাদে বাস্তব প্যারানরমাল বিষয় সম্পর্কে তিনি তাঁর সম্মানিত শিক্ষকগণের কাছ থেকে অবগত হন।
পরবর্তীতে তিনি দাখিল, HSC শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে BBA এবং MBA শেষ করেন।
২০১৩ সাল থেকে ঐ সময়ের একটি জনপ্রিয় হরর রেডিও শো-Bhoot fm -এ জনপ্রিয় একজন স্টোরি টেলার হিসেবে খ্যাতি পান।

তাঁর অনবদ্য ঘটনা নির্বাচন বিশেষ করে গ্রাম-বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভয়ের ঘটনাগুলো সংগ্রহ করে মানুষের সামনে উক্ত শো-এর মাধ্যমে উপস্থাপন ভয়ের ঘটনাপ্রেমীদের মনে এক বিশেষ জায়গা করে নেয়।

এম. এম. রহমত উল্লাহ আফনান

Founder & Managing Director


পুরো নাম এম. এম. রহমত উল্লাহ আফনান
তবে আফনান ভাই নামেই তিনি সবার কাছে পরিচিত।
জন্মস্থান ফরিদপুর জেলার তালমায় হলেও পিতার কর্মস্থলের সুবাদে শৈশব রাজবাড়ী জেলায় কাটে এবং সেখানেই থিতু হন।
ছোটোবেলা থেকেই পাঠ্যপুস্তকের পাশাপাশি মুরুব্বিদের মুখে ভৌতিক ঘটনা শুনতে এবং ভৌতিক গল্পের বই পড়তে পছন্দ করতেন।
৫ম শ্রেণিতে পড়ার সময় বিখ্যাত আইরিশ লেখক ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ বইটি পড়ে ভৌতিক গল্পের প্রতি অদম্য আগ্রহ সৃষ্টি হয়।
শিক্ষাজীবনের একটি অংশ মাদ্রাসায় লেখাপড়া করার সুবাদে বাস্তব প্যারানরমাল বিষয় সম্পর্কে তিনি তাঁর সম্মানিত শিক্ষকগণের কাছ থেকে অবগত হন।
পরবর্তীতে তিনি দাখিল, HSC শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে BBA এবং MBA শেষ করেন।
২০১৩ সাল থেকে ঐ সময়ের একটি জনপ্রিয় হরর রেডিও শো-Bhoot fm -এ জনপ্রিয় একজন স্টোরি টেলার হিসেবে খ্যাতি পান।
তাঁর অনবদ্য ঘটনা নির্বাচন বিশেষ করে গ্রাম-বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভয়ের ঘটনাগুলো সংগ্রহ করে মানুষের সামনে উক্ত শো-এর মাধ্যমে উপস্থাপন ভয়ের ঘটনাপ্রেমীদের মনে এক বিশেষ জায়গা করে নেয়।
উক্ত রেডিও শো আকস্মিক বন্ধ হয়ে গেলে পরবর্তীতে ১০ জানুয়ারি ,২০২২ সালে লিসেনারদের অনুরোধে তিনি একটি ইউটিউব চ্যানেল শুরু করেন যা Afnan The Horror World – নামে খুবই অল্প সময়ের মধ্যে ভয়ের ঘটনাপ্রেমীদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।
এছাড়াও AfnansBee নামে তাঁর আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে ,যেখানে তাঁর ভ্রমণ, ভ্লগিং, শিক্ষামূলক ,ব্যক্তিগত উপলব্ধি ইত্যাদি কন্টেন্ট আপলোড করেন।
পেশাগত জীবনে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (নন ক্যাডার) প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মূলত শখের বশেই তিনি কন্টেন্ট তৈরি করেন।
পাশাপাশি সমাজসেবামূলক এবং পরিবশ উন্নয়নমূলক অরাজনৈতিক বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।

Our team Member's

রুনু আক্তার কণা

Co-Founder & CEO

রুনু আক্তার কণা
জন্ম ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
ছোটোবেলা থেকে বই পড়া তাঁর শখ। থ্রিলার, হরর, সায়েন্স ফিকশন ইত্যাদি তার পছন্দের তালিকায় রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
ফিন্যান্স বিভাগ থেকে BBA এবং MBA করার পর নিজেকে একজন নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন।
Afnan The Horror World ইউটিউব চ্যানেলের যাত্রাশুরু থেকেই তিনি Admin হিসেবে সাথে রয়েছেন।
ঘটনা সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি নিপুণ হাতে সামলে থাকেন।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জননী।

রুনু আক্তার কণা

Co-Founder & CEO

সৌমিত্র রয়

Chief Moderator & System Analyst

সৌমিত্র রয়ের জন্ম ঢাকাতে। ছোটবেলা থেকেই ভৌতিক ও রহস্যধর্মী বই পড়তে ভালোবাসেন। হাইস্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর মধ্যে বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো সম্পর্কে জানার প্রবল আকর্ষণ জন্মায়। এরই ধারাবাহিকতায় প্রায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে লোকমুখে প্রচলিত অজস্র অলৌকিক ঘটনা তাঁর সংগ্রহে যুক্ত হয়েছে। ২০২২ সালে সর্বপ্রথম কোনো অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আফনান দ্যা হরর ওয়ার্ল্ডে উনার সংগৃহীত কিছু অলৌকিক ঘটনা শেয়ার করেন। এরপর থেকে শ্রোতাদের অবিরাম ভালোবাসাকে সাথে নিয়েই তাঁর এগিয়ে চলা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উনি আফনান দ্যা হরর ওয়ার্ল্ড এর প্রথম মডারেটর হিসেবে নিযুক্ত হন। আফনান দ্যা হরর ওয়ার্ল্ড এর দ্বিতীয় বই ‘ভয়ের শিহরন’ এর সহ সম্পাদক হিসেবেও উনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বহির্বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন অমীমাংসিত বিষয়াবলী নিয়ে উনার গবেষণামূলক বেশ কিছু লেখা ইতিমধ্যেই আফনান দ্যা হরর ওয়ার্ল্ড এর ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন যা স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বর্তমানে উনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগে অধ্যয়নরত রয়েছেন এবং একই সাথে আফনান দ্যা হরর ওয়ার্ল্ড এর একজন এডমিন, মডারেটর ও অফিসিয়াল স্টোরিটেলার হিসেবে দায়িত্ব পালন করছেন

সৌমিত্র রয়

Chief Moderator & System Analyst

মো: বদরুজ্জামান রাকিব

Moderator, Strategy & Programme Analyst

মো: বদরুজ্জামান রাকিব
জন্ম এবং স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। স্থানীয় স্কুল থেকে এসএসসি, ময়মনসিংহ থেকে এইচএসসি’র পর ভারতের ব্যাঙ্গালুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে দেশে একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরিতে যোগদান করেন এবং দেশেই স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি শৈশবকাল থেকেই অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং চিত্রাঙ্কনে পারদর্শী ছিলেন। ইতিহাস, তূলনামূলক ধর্মতত্ব এবং জিওগ্রাফির ব্যাপারে উনার আগ্রহ এবং চর্চা রয়েছে। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ভৌতিক ঘটনা শুনতে আগ্রহী ছিলেন, নিজেও ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন। আফনান দ্যা হরর ওয়ার্ল্ড -এর শুরুর দিকের একজন লিসেনার ছিলেন তিনি। পরবর্তীতে তাঁর আগ্রহ এবং আফনান দ্যা হরর ওয়ার্ল্ড -এ উনার অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁকে আফনান দ্যা হরর ওয়ার্ল্ড -এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত করা হয়। তিনি বর্তমানে আফনান দ্যা হরর ওয়ার্ল্ড এর একজন স্ট্রেটিজি এনালাইজার এবং মডারেটর হিসেবে নিয়োজিত আছেন।

মো: বদরুজ্জামান রাকিব

Moderator, Strategy & Programme Analyst

মো: মুইন জামান

Moderator, Graphics Designer & Editor

মো: মুইন জামান
জন্ম ঢাকা এবং স্থাই ঠিকানা আড়াইহাজার নারায়ণগঞ্জ। মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবিং গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি স্নাতক সম্পাদন করেন এখন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। শৈশব থেকেই শিল্পের প্রতি ভালোবাসা রয়েছে এবং তিনি প্রায় তিন বছর ধরে ডিজিটাল আর্টিস্ট, গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি আফনান দা হরর ওয়ার্ড এর একজন মডারেটর এবং এডিটর হিসেবে নিয়োজিত রয়েছেন।

মো: মুইন জামান

Moderator, Graphics Designer & Editor